সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আবুল কালামের
অনলাইন ডেস্ক
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজ্বী আবুল কালাম। তার নিজ ইউনিয়নের (পশ্চিম পাগলা) সর্বসাধারণের সাথে মতবিনিময় করে সকলের সম্মতি নিয়ে এ প্রচারণা শুরু করেন তিনি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মির্জা।
সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক, আওয়ামী লীগ নেতা সাজিদ মিয়া, ভৈরব সূত্রধর ও যুবলীগ নেতা জাবেদ নূর।
আবুল কালাম তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান। এর আগে আপনাদের সেবায় মনোনীত ছিলাম। আপনারা সুযোগ দিয়েছিলেন বলেই পাঁচ বছর আপনাদের সেবা করেছি। এরপর থেকে এখনো সুখে-দুঃখে আপনাদের পাশি আছি এবং থাকবো। সামনে উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আমি একজন প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমর্থন ও সহযোগিতা থাকলে আমার জয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। বিগত দিনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে এসেছেন আগামী দিনেও সেই সহযোগিতা অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি