সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর পঞ্চব্রীহি ধান সারাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানালেন নাদেল
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: কৃষিখাত আমাদের দেশের অর্থনীতির উন্নয়নের হাতিয়ার, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে। আর পেছনে কৃষির অবদানই সবচেয়ে বড়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল একথা বলেন। বর্তমান সরকারের কৃষিতে নজরদারি আর ব্যাপক প্রণোদনার কারণে কৃষিতে বিপ্লব ঘটেছে, এই ধারা অব্যাহত রাখতে হবে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়ায় হাজীপুর সোসাইটি, আয়োজিত উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ২০ জন কৃষকদের মাঝে জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উদ্ভাবনী পঞ্চব্রীহি ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, কৃষি যাতে মানুষের কাছে আকর্ষনীয় হয়, কৃষিকে কীভাবে আরও লাভজনক করা যায় তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। ড. আবেদ চৌধুরীর পঞ্চব্রীহি ধান উদ্ভাবন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে এই ধানের চাষাবাদ সারাদেশে ছড়িয়ে দিতে হবে তাহলে বাঙালীর প্রধান খাদ্য ধান (ভাত) উন্নয়নে ব্যাপক সাফল্য আসবে বলে তিনি আশা করেন।
হাজীপুর সোসাইটির সভাপতি মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, কোষাধ্যক্ষ একে শমছু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি