সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪
ফেনীতে প্রথমবারের মতো ‘আধুনিক তাঁবুতে’ ঈদ জামাত
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত ফেনীর প্রধান ঈদগাহ ময়দান ঐতিহাসিক মিজান ময়দান। ময়দানটিতে এবারই প্রথমবারের মতো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত তাঁবু নির্মাণ করা হয়েছে।
মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কার হয়েছে আলোকসজ্জায় সজ্জিত। ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, বাংলাদেশের কোথায়ও ঈদের জামায়াতের জন্য এত সুন্দর করে ঈদগাহ ময়দান সাজানো হয় না। ফেনী পৌরসভার অর্থায়নে প্রধান ঈদগাহর সৌন্দর্যবর্ধণ করা হয়েছে।
এই প্রথম মিজান ময়দানে তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে। ঈদের দিন যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বিষয় মাথায় রেখেই প্রথম তাঁবুটি স্থাপন করা হয়েছে। নামাজের সময় যাতে রোদের তাপে বা বৃষ্টিতে সমস্যা না হয়, এছাড়া ময়দানে বাতাস করার জন্য ৫ শতাধিক বৈদ্যুতিক ফ্যান বসানো হয়েছে। ঈদকে আনন্দময় করে তুলতে দুইদিন ধরে আলোকসজ্জার পাশাপাশি মুসল্লিদের জন্য তবারক ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।
ফেনী ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি