কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে দু’দিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে দু’দিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ

কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে দু’দিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::
বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বর্ষবরণ ও দুদিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) নববর্ষ উদযাপন কমিটি ও শাপলা সবুজ সংঘের আয়োজনে ৩১ তম দু’দিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে হয়।
নববর্ষ উদযাপন কমিটির সভাপতি পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, শাপলা সবুজ সংঘের সভাপতি নারায়ণ মল্লিক সাগর, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, প্রবাসী ইমদাদুল হক ইমরান, নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ