সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে লালন মিয়া (৪৯) নামক এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার(২২জুন) বিকাল ৫ টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, লালন মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা পশ্চিম পাড়া ব্রাক্ষণ গাওর বাসিন্দা। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।
তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ৭ জুন নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে স্থাপিত বিশেষায়িত ল্যাবে পাঠানো হলে ৯ জুন তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। এর পর ১০ জুন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। পরদিন ১১ জুন তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়। আজ তিনি শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, উপজেলায় এ পর্যন্ত ৬২ জন করোনায় আক্রান্ত হলেও আজ প্রথম মৃত্যুবরণের ঘটনা ঘটেছে। করোনায় মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি