স্বপ্ন……

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

স্বপ্ন……

স্বপ্ন : কবি সায়েক মিয়া -যুক্তরাজ্য

স্বপ্ন /স্বপন দেখি নতুন ভোরের ।
পকেটে মরনাস্ত্র নিয়ে
হাঠবে না কোন যুবক ।

ফেনসিডিল , ইয়াবা চালানে
দেশ ধংশকারি চাল ওদের ।
বুঝে নিবে যুবক ।

রাজনীতির হাতিয়ার
হবে না যুবক ।
রাজ / নীতিহীন কুটচালে হচ্ছে বিপতগামী
বুঝে নিবে যুবক ।

কুটচাল পরিহার করে
অন্যের স্বপ্ন বাস্তবায়নে নয়
নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে
আসবে যুবক

যে স্বপ্ন ধার করা নয়
যে স্বপ্ন বাস্তবতার আলোকে
নিজস্ব অনুভব ।

কারও পদলেহন করে নয় ।
নিজেকে গড়ে ।
সমাজ কে কিছু দিতে ,
এগিয়ে আসবে যুবক ।

ভোরের স্নিগ্ধ আলোর
কিরণ নিয়ে
অন্ধকার দুর করতে
আসবে যুবক ।

সূচিত হবে নতুন দিগন্তের
উম্মোচন ।

রচনাকাল ০৫-০৬-২০

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ