সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৪
গোলাপগঞ্জে জায়গা নিয়ে বি রো ধে খু নের ঘটনায় মা ম লা : হাজতে ৫
নিউজ ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে মো. বাচ্চু আহমদ (৩২) নামের এক যুবক খুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রবিবার (১২ মে) আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার সন্ধ্যায় মামলা রেকর্ড করা হয়েছে, এমনটি জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দত্তরাইল ইন্দারপাড় গ্রামের বাচ্চু আহমদের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রনি আহমদের (২৮) পরিবারের বিরোধ আছে। জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের দুই পরিবারের মধ্যে আদালতে মামলাও চলছে। এর জেরে শনিবার বিকেল চারটার দিকে বাচ্চু ও রনির মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রনি চাপাতি দিয়ে আঘাত করলে বাচ্চু গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় বাচ্চুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি এবং তাঁর বাবা মো. তোয়াহিদ আলী, মা, স্ত্রী লিজা বেগম ও আরও একজনকে আটক করে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত বাচ্চু আহমদের স্ত্রী বাদি হয়ে রবিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি