সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
বৃক্ষই আমাদের জীবনের সুরক্ষার আরেক নাম: আনোয়ারুজ্জামান চৌধুরী
অনলাইন ডেস্ক
ফুলে ফলে সবুজ সমারোহে, সুরভিত হউক মোদের পরিবেশ, এভাবেই গড়ে উঠুক আমাদের প্রাণের বাংলাদেশ।বৃক্ষ নিধনে প্রায় সবাই যখন মেতেছি উল্লাসে ঠিক সেই সময় পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সিটি ফাউন্ডেশন, সিলেট।
সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, তাঁর হাতে গড়া সংগঠন সিটি ফাউন্ডেশনকে, এই বৃক্ষরোপন কার্যক্রমে সহযোগীতা করছে লন্ডনের এক চ্যারেটি সংস্থা প্রজেক্ট এগেইন্সট প্লাস্টিক, ইউ.কে। “একজন শিক্ষার্থী একটি চারা” এই প্রতিপাদ্যে প্রায় ৫ হাজার চারা গাছ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রদান করার উদ্দেশ্যে, সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের প্রায় ১৩০০ চারা গাছ প্রদানের মাধ্যমে, শুরু হয় তাদের এই বৃক্ষরোপন কার্যক্রম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সিলেটকে গ্রীন সিলেট বানানোর এবং তোমরা গড়বে আগামীর গ্রীন সিলেট এতে আমার সব ধরনের সহযোগিতা থাকবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ আহমেদ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিটি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা তানভীর আহমেদ ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক/শিক্ষিকা সহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি