সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
বাইডেন কতোটা ধনী, কতোটা ঋণী
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন সম্পদের নতুন বিবরণী প্রকাশ করা হয়েছে। দেশটির অফিস অব গভর্নমেন্ট এথিকস এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি নির্দিষ্ট করে কারো সম্পদের সুনির্দিষ্ট পরিমাণ জানায় না। তার পরিবর্তে এটি সম্পদের পরিসীমা (রেঞ্জ) প্রকাশ করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের সম্মিলিত সম্পদের সীমা ১০ লাখ ডলার থেকে ২৬ লাখ ডলারের মধ্যে।
বিপরীতে জো ও জিল বাইডেনের সম্মিলিত দেনার পরিসীমা ৩ লাখ ৫০ হাজার ডলার থেকে ৮ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল বুধবার জো বাইডেন ও জিল বাইডেনের সম্পদের এই নথি প্রকাশ করা হয়েছে। কর-সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, ২০২৩ সালে বাইডেন দম্পতির সম্পদের পরিমাণ ৭ শতাংশ বেড়ে ৬ লাখ ১৯ হাজার ৯৭৬ ডলারে পৌঁছেছে।
এ ছাড়া গত বছর বাইডেন দম্পতি নিজেদের লেখা একাধিক বইয়ের রয়্যালিটি বাবদ পেয়েছেন ৬ হাজার ২০১ ডলার।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি