সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দিলেন ইমরান খান
অনলাইন ডেস্ক
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইমরান খান দেশটির দুর্নীতিবিরোধী আইন সংশোধন সংক্রান্ত একটি মামলায় কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।
২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। কারাবন্দি ইমরান খান প্রথমবারের মতো শীর্ষ আদালতে ভিডিও লিংকের মাধ্যমে হাজির হলেন।
তবে ৭১ বছর বয়সী এই নেতার আদালতে হাজিরা শীর্ষ আদালতের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হয়নি বা দেশের নিউজ চ্যানেলে প্রচারিত হয়নি।
আল জাজিরা তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের কাছে মন্তব্য চায়, কেন শুনানিটি নিউজ চ্যানেল বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রচারিত হয়নি। কিন্তু কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অভিযোগ, প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা সরকারের সঙ্গে আঁতাত করেছে।
পাকিস্তানের বর্তমান প্রধান বিরোধী দলের আমির মুঘল আল জাজিরাকে বলেন, আমাদের দল বিশ্বাস করে দেশের প্রধান বিচারপতির নিরাপত্তা সংস্থার সাথে যোগসাজশে রয়েছে। তাদের লক্ষ্য হলো পিটিআইকে প্রতিটি সম্ভাব্য উপায়ে আঘাত করা। সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি