সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
৩য় ডিআরএমসি-বসুন্ধরা ইন্টারন্যাশনাল গেমস্ অ্যান্ড স্পোর্টস সিমুলেকরা শুরু
অনলাইন ডেস্ক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘৩য় ডিআরএমসি-বসুন্ধরা ইন্টারন্যাশনাল গেমস্ অ্যান্ড স্পোর্টস সিমুলেকরা-২০২৪’ বৃহস্পতিবার শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের বিটিএল হেড এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আজম বিন তারেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
ঢাকা মহানগরীসহ সারা দেশের ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট, ফুটবল, ফুটসাল, বাস্কেটবল, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, কেরাম, বক্সিং, অলিম্পিয়াড, টিম কুইজ, গেমিং ফিফা ও ফ্রি স্টাইল প্রভৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সিমুলেকরার আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন, ডিআরএমসি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের মডারেটর প্রভাষক নাছিরুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের জীবনের অন্যতম একটি চাহিদা। খেলাধুলা জীবন গঠনে ও প্রতিযোগিতামূলক মানোভাব সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে। জয়-পরাজয় খেলার মুখ্য উদ্দেশ্য নয়। জয়পরাজয়ের মাধ্যমে প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নয়ন হয় এবং একে অপরকে জেনে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পায়। খেলোয়ার সুলভ মনোভাব রেখে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের জন্য এই সিমুলেকরার আয়োজন।
আগামী ১৯ মে রবিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, এমপি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি