শাবির বঙ্গবন্ধু হলে বৃক্ষরোপণ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

শাবির বঙ্গবন্ধু হলে বৃক্ষরোপণ

শাবির বঙ্গবন্ধু হলে বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান, ছাত্রলীগের নেতাকর্মীরা ও আবাসিক শিক্ষার্থীরা।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ (আম, লিচু, আমড়া, জলপাই, জাম), বনজসহ (নিম গাছ, কদম গাছ, আগর গাছ, কৃষ্ণচুড়া) সবমিলিয়ে ৮০ টি চারাগাছ রোপণ করা হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী প্রজন্মকে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ উপহার দেয়া এবং পরিবেশ বাচানোর জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। সামনের দিনগুলোতেও পরিবেশের সাথে সারসাম্যপূর্ণ গাছ লাগানোর কাজ অব্যাহত থাকবে এবং হলে আশে-পাশের খালি স্থানগুলোতে বৃক্ষ রোপনের মাধ্যম পরিবেশ রক্ষা এবং নান্দনিকতার কাজ সমুন্নত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ