সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি: বাংলাদেশ-ভারত ম্যাচের সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয়টিতে প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। এক বিবৃতিতে এই ম্যাচগুলোর সূচি জানিয়েছে আইসিসি।
২৭ মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের পর্ব। সেদিনই হবে একসঙ্গে তিনটি ম্যাচ। বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে। সেদিন ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবেন নাজমুল শান্তরা। এরপর ভারতের বিপক্ষে ১ জুন মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। তবে সূচিতে পরে জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইসিসি। এর আগে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াই করেও সেই ম্যাচে ৫ রানে হারতে হয় শান্তদের।
আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি