সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪
ফাইল ছবি
জুনের প্রথম সপ্তাহে মিলবে চাঁপাইনবাবগঞ্জের আম
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে এ বছরও আম নামানোর সময়সীমা বা ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা না করায় পরিপক্ক হলেই তা নামিয়ে বাজারজাত করা হবে। এজন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে ম্যাংঙ্গো স্পেশাল ট্রেনটি ১০ জুন চালুর জন্য মতামত দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতামতের ভিত্তিতে আগামী ১০ জুন থেকে ট্রেনটি চালু করা হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, চলতি মাসের শেষের দিকে গুটি জাতের আম এবং আগামী মাসের প্রথমদিকে গোপালভোগ ও ক্ষিরসাপাতসহ বিভিন্ন আম পর্যায়ক্রমে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফলে জুনমাসের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশের মানুষ চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের স্বাদ নিতে পারবেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিকটন আম। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনের লক্ষমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি