সাহিত্য ও সংস্কৃতি বিমুখতা সৃজনশীলতার অন্তরায়: ভিসি জহিরুল হক

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

সাহিত্য ও সংস্কৃতি বিমুখতা সৃজনশীলতার অন্তরায়: ভিসি জহিরুল হক

সাহিত্য ও সংস্কৃতি বিমুখতা সৃজনশীলতার অন্তরায়: ভিসি জহিরুল হক

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাহিত্য ও সংস্কৃতি বিমুখতা সৃজনশীলতার অন্তরায়। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দিতে হলে আমাদের নতুন প্রজন্মকে সৃজনশীল হতে হবে। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার আমাদের তরুণ প্রজন্মের সৃজনশীলতা নষ্ট করে দিচ্ছে। যার পরিণতি হবে ভয়াবহ। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা বাঙালি জাতির অন্যতম ভিত্তি। অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের তরুণ প্রজন্মের মধ্যে তা ইদানিং পরিলক্ষিত হচ্ছে না।

পদক্ষেপ এর একজন সদস্য হিসেবে তিনি তাঁর স্মৃতিময় সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘৯০ এর দশকে হবিগঞ্জ শহরে পদক্ষেপ সাহিত্য পরিষদের মতো অনেক সংগঠন নিয়মিতভাবে শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করত। নানা কারণে এসব সংগঠন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য সেটাই মূলত দায়ী।

তিনি শুক্রবার হবিগঞ্জে পদক্ষেপ এর সাহিত্য বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে বিকেল ৫ টায় পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক নাসরিন হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মজিদ, মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফরাসুল ইসলাম, শায়েস্তাগঞ্জ কলেজের প্রভাষক শামীমা বেগম, পদক্ষেপ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক কুমকুম চৌধুরী, শিক্ষক অনুরাধা দেব, রুনা আক্তার, সৈয়দা রিমা, সৈয়দা বেলী, নওরীন শশী, সাদিয়া শাহীদ ইনা, সৈয়দা সাজফা, যুবরাজ চৌধুরী অর্জুন প্রমুখ।

এসময় পদক্ষেপ এর সদস্য নওরীন শশী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু -কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এবং ২০২৪ উভয় সালে রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় প্রধান অতিথি ড. মোহাম্মদ জহিরুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ১৫ মে ঢাকার আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে নওরীন শশীর হাতে পুরস্কার তুলে দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।