সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪
এমপি হাবিবের সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন : হাবিবুর রহমান হাবিব এমপি
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সাংবাদিকরা তাঁদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন। তাই সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার কামালবাজারস্থ তাঁর নিজ বাড়িতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা যেকোনো ঘটনা দুর্ঘটনায় সবার আগে এগিয়ে যান। জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে জনগণের মাঝে পৌঁছে দেন। এজন্য আমরা ঘরে বসে সব বিষয়ে জানতে পারি।
সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে যাছাই-বাছাই করে সত্য সংবাদ উপস্থাপনের জন্য দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি