চা শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

চা শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল

চা শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: দৈনিক মজুরি ৬০০ টাকা, বকেয়া সম্পূর্ণ মজুরি পরিশোধ, ভূমি, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকারসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক মৌলভীবাজারে ১৯মে ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের ১০৩ তম বার্ষিকী উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বেলা ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড রাজেকুজ্জামান রতন।
আরও বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আজিজুল হাসান চৌধুরী শাহীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ হবিগঞ্জ জেলা সদস্য ফয়সল আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল হাসান, মৌলভী চা বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মতিলাল শুক্ল বৈদ্য, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
আলোচনা সভা পরবর্তীতে শহরে ২০ মে’কে সবেতন ছুটিসহ চা শ্রমিক অধিকার দিবস ঘোষণা করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ