সৌদি আরবের বাদশাহ অসুস্থ, জাপান সফর স্থগিত করলেন যুবরাজ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

সৌদি আরবের বাদশাহ অসুস্থ, জাপান সফর স্থগিত করলেন যুবরাজ

সৌদি আরবের বাদশাহ অসুস্থ, জাপান সফর স্থগিত করলেন যুবরাজ
অনলাইন ডেস্ক

 

সৌদি আরবের বাদশাহ সালামান ফুসফুসের সমস্যায় ভুগছেন। ৮৮ বছর বয়সী বাদশাহর ফুসফুস সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে।

গতকার রবিবার স্বাস্থ্য পরীক্ষায় বাদশা সালমানের ফুসফুসে সমস্যা ধরা পড়ে। তাকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে।
এদিকে বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য জানিয়েছেন।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, সৌদি আরব জাপান সরকারকে জানিয়েছে যে সৌদি বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে। ২০ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল।

আজ সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল। বাবার অসুস্থতার কারণে তিনি এ সফর বাতিল করেছেন।

জাপানে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে যুবরাজের সফর বাতিলের ব্যাপারে বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন সালমান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সূত্র : রয়টার্স

বিডি প্রতিদিন