অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ফ্রান্সে ফের বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ফ্রান্সে ফের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :; ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ফের বিক্ষোভ করেছে দেশটিতে বসবাসরত কয়েক হাজার অনিয়মিত অভিবাসী। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন দেশটির বিভিন্ন ফরাসী মানবাধিকার সংগঠনসহ দু’শর বেশি সামাজিক সংগঠন।

বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারাও বিক্ষোভে সমর্থন জানান। শনিবার রাজধানী প্যারিসের নেশন চত্বর থেকে পদযাত্রা করে স্ট্যালিনগ্র্যাডে এসে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে।

তবে পুলিশ বেশ তৎপর থাকায় কোনো ধরনের সংঘর্ষ হয়নি।

এ বিক্ষোভে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বিভিন্ন সংগঠন অংশ নেয়। একইদিন ফ্রান্সের অন্যান্য বড় শহর মার্সেই, লিয়ন, রেনেস, লিল, তুলস, গ্রেনোবল, স্ট্র্যাসবার্গ, ন্যান্টেস শহরেও বিক্ষোভ করেছে অনিয়মিত অভিবাসীরা।

উল্লেখ্য, করোনাভাইরাসের এই সময়ে ফ্রান্সে বসবাসকারী অনিয়মিত অভিবাসীদেরকে বৈধতা দেয়ার দাবিতে ফরাসী পার্লামেন্টে কয়েকজন এমপি এবং দেশটির বিশিষ্ট ব্যক্তিরা সরকারের কাছে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেয়ার দাবি জানিয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ