সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪
উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা, গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা
অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সীমান্ত অতিক্রম করার পর তারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। ডিএমজেড দ্বারা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আলাদা হয়েছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার একদল সেনা ডিএমজেড সামরিক সীমানা রেখা অতিক্রম করে। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা সতর্কবার্তা প্রচার করে এবং শূন্যে গুলি চালায়। এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা ভারী-সুরক্ষিত সীমান্তে তাদের পাশে ফিরে যায়।
পিয়ংইয়ং সীমান্তের ওপারে আবর্জনা ভর্তি এক হাজারেরও বেশি বেলুন পাঠানোর পর দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। আবর্জনা ভর্তি বেলুনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া ২০১৮ সালের পর সম্প্রতি প্রপাগাণ্ডামূলক কে-পপ ভিডিও সম্প্রচার শুরু করেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, ‘এসব সম্প্রচার ‘সংঘাতের সংকট’ উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।’ তিনি বলেন, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস। সূত্র : আল জাজিরা
বিডিপ্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি