সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
অনলাইন ডেস্ক :;
সৌদি আরবের ভেতরে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সৌদি নেতৃত্বাধীন জোট গত পাঁচ বছর ধরে প্রতিবেশী দেশটিতে বিধ্বংসী হামলা চালিয়ে আসছে।
সৌদি বলছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হামলা চালানো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ভোরে রিয়াদে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বিকট দুটি শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া শহর থেকে আকাশের দিকে কুণ্ডলী পাকানো ধোঁয়াও উঠতে দেখেছেন তিনি।
এর আগে করোনা মহামারীর কারণে দুই পক্ষ থেকে ছয় সপ্তাহের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল। গত মাসে যার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে সহিংসতা বাড়ছে।
হুতিরা সৌদি শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সৌদি আরব বিমান হামলা চালিয়ে তার জবাব দিচ্ছে।
আল-মাসিরার খবরে বলা হয়েছে, সৌদিতে নতুন করে হামলার বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বক্তব্য দিবেন হুতিদের মুখপাত্র।
তবে জোট মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, তাদের বাহিনী হুতিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে এই শিয়া গোষ্ঠীর বৈরী পদক্ষেপের অভিযোগ আনেন তিনি।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ-কে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার নজরান ও জিজানে নিক্ষেপ করা হুতিদের তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করেছেন। সোমবার দিন শেষে সৌদিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোরও অভিযোগ করেনর তিনি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি