যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় ১১জন আটক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় ১১জন আটক

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ বর টেকের উত্তর পাশে একটি ভূমিখেকো চক্র যাদুকাটা নদীর পাড় কেটে ষ্টীলবডি নৌকায় বালু বোঝাই করে নিয়ে যাওয়ার পথে পুলিশের অভিযানে ১১জনকে আটক করা হয়েছে। সেই সাথে ২টি নৌকা আটক করা হয়েছে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৭জন বালু উত্তোলনকারী নদী সাতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া মিয়ারচর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া(২০) ,একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে জুলহাস মিয়া(২২), মুসলিম মিয়ার ছেলে হযরত আলী(২৬), হারুন মিয়ার ছেলে সাহেল মিয়া(২৬), মৃত নুনু মিয়ার ছেলে ফালান মিয়া(৩২), মুসলিম মিয়ার ছেলে মরম আলী(৪০), বহারুণ মিয়ার ছেলে সোহেল মিয়া(২২), মৃত মোতালিব মিয়ার ছেলে মোঃ রমজান আলী(৩০), সিরাজপুর বাঘগাওঁ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ নুরুজ্জামান(৩২), ফালান মিয়ার ছেলে সেলিম হাসান জনি, লামাশ্রম গ্রামের আমীর আলীর ছেলে মোঃ মোক্তার হোসেন(২২), তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ শাহাব উদ্দিন(৩০) প্রমুখ।

আজ বুধবার ভোররাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে এস আই দিপংঙ্কর বিশ্বাস, এস আই জহর লাল দত্ত, এস আই বিল্লাল হোসেন , সুমন মজুমদার, মতিউর ও বিধান সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে নদীর পাড় কাটা ভূমিখেকোচক্রের ১১ জন সদস্যসহ ২টি বালু বোঝাই স্ট্রীলবডি নৌকা আটক করা হয়।

এ ঘটনায় সকালে থানার এস আই দিপংঙ্কর বিশ্বাস বাদি হয়ে আটককৃত ১১জনসহ আরো অজ্ঞাতনামা ৮/১০কে আসামী করে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি এন্ট্রি) করা হয়। জিডি নং ৩০৬।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকর রহমান আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকিঁ দিয়ে কেউ যদি নদীর পাড় কেটে বালু উত্তোলনের মাধ্যমে গ্রামের পর গ্রামকে হুমকির মুখে ফেলে দিতে চায় তাদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ