সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার ললিতকলা একাডেমিতে শপথ গ্রহন করেন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।
মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সমাজসেবার উপ-পরিচালক হাবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, সিলেটের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. গৌর মণি সিনহা, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. শরদিন্দু কান্তি সিনহা।
অনুষ্ঠানে ১৫টি পদে নব নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক দেবজিৎ সিংহ। এই কার্যকরী পরিষদের মেয়াদ থাকবে ৩ বছর।
এছাড়াও দ্বিতীয় অধিবেশনে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহ, সহকারী নির্বাচন কমিশনার পরিমল সিংহ, মণিপুরি মহারাস লীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি