সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
বৈষম্য বি রো ধী আ ন্দো ল নে উত্তাল কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শান্ত কোম্পানীগঞ্জ হঠাৎ অশান্ত বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। এতদিন কোম্পানীগঞ্জে তেমন মিছিল সমাবেশ না হলেও হঠাৎ করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। সরকার দলীয় ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ সাংবাদিক, ১৩জন ছাত্র ও ২ যুবলীগ নেতা আহত হয়েছেন।
এদিন সকাল সাড়ে ১১টায় টুকের বাজার থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যায় বৈসম্যবিরোধী ছাত্ররা।
অন্যদিকে উপজেলা পরিষদ গেইটে আগে থেকেই অবস্থান করছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৈসম্যবিরোধী ছাত্ররা মিছিল নিয়ে উপজেলা পরিষদ গেইটে আসলে পুলিশ তাদের মহাসড়ক দিয়ে সামনের দিকে যাওয়ার নির্দেশ দেয়।
মিছিলটি উপজেলা পরিষদ গেইট অতিক্রম করার সময় পুলিশের পেছন থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পুলিশ তাদের আটকাতে চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। এসময় দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের নিউজ সংগ্রহকালে আহত হোন সাংবাদিক কবির আহমদ ও সোহরাব আহমদ।
এসময় পুলিশের টিয়ারশেলে ১৩ আন্দোলনকারী আহত হয়। আন্দোলনকারীদের ছুঁড়া ইটপাটকেল ও ধাওয়ায় পড়ে ২ যুবলীগ নেতা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এসময় প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি