সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
চৌহাট্রার সংঘর্ষে আহত সিলেট প্রতিদিনের চার সাংবাদিক
অনলাইন ডেস্ক
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার ৯ দফা দাবিতে চলমান আন্দোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সিলেট প্রতিদিনে কর্মরত ৪জন সাংবাদিক আহত হয়েছেন। তারা সবাই গুলিবিদ্ধ হলেও শারীরিক অবস্থা উন্নতির দিকে।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য মশাহিদ আলী এবং আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আম্বরখানা পয়েন্টে গুলিবিদ্ধ হয়েছেন স্টাফ ফটো সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের অপর সহযোগী সদস্য রেজা রুবেল এবং ফটো সাংবাদিক রুহিন আহমদ।
এর আগে গত ১৮ জুলাই নগরীর আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন সিলেট প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক ও মাল্টিমিডিয়া ইনচার্জ মো. জাকির আহমদ।
শুক্রবার বিকেলে নগরীর আখালিয়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তারই এক পর্যায়ে পুলিশের ছোঁড়া ছররা গুলিতে সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকজন সাংবাদিক আহত হন। তাদের একজন সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মশাহিদ আলী। গুলি তার ঘাড়ে লাগে।
তিনি জানিয়েছেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এক্সরে করা হয়েছে। সেখানে গুলির স্পিøন্টারের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি তা অপসারনের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে আজ শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি কাঁদানে গ্যাস এবং সাউ- গ্রেনেড নিক্ষেপ করে। তারই এক পর্যায়ে আহত হন সিলেট প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া সম্পাদক রেজা রুবেল। তার উরু এবং হাতে তিনটি ছররা গুলি লেগেছে।
তিনি জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রক্তক্ষরণ বন্ধ হলে ডাক্তাররা তাকে বাসায় থেকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অপারেশন লাগবে কি না, পরবর্তীতে এক্সরে করে সেই সিদ্ধান্ত নেয়া হবে।
একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন সিলেট প্রতিদিনের অপর স্টাফ ফটো সাংবাদিক রুহিন আহমদ। তার গায়ে একটি ছররা গুলি লেগেছে।
এর আগে গত ১৮ জুলাই আহত হওয়া সিলেট প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক ও মাল্টিমিডিয়া ইনচার্জ জাকির আহমদের পায়ে গুলি লেগেছিল। অবশ্য বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি