সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
শিক্ষার্থীদের ১ দফা দাবির আন্দোলন পরিহারের আহ্বান সিকৃবির আওয়ামীপন্থী শিক্ষকদের
সংবাদ বিজ্ঞপ্তি
‘শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগসহ অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অবস্থান কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ)।
রবিবার (৪ঠা আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (আওয়ামীপন্থী) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় গশিপের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান বলেন, “এই জুলাই মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে কখনোই কামনা করি নাই। এভাবে প্রাণ ঝরে যাওয়া কোনোভাবেই কাম্য না। আর শিক্ষাঙ্গনে তো একদমই কাম্য না। তবে এই কাম্য থাকা না থাকা দিয়ে আসলে সব সময় সবকিছু চলে না। কারণ বাস্তবতা আমরা দেখেছি। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। তবে বর্তমানে যে আন্দোলন চলমান তা মুক্তিযুদ্ধবিরোধীদের চক্রান্ত, এ থেকে শিক্ষার্থীদের ফিরে আসার আহ্বান জানাই।”
গশিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা গত প্রায় এক মাস ধরে বাংলাদেশে যেসকল ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে দেশের শান্তি কামনা করে, যারা হতাহত হয়েছে বিষয়টিকে সরকারের দৃষ্টিগোচর করার জন্য এবং যে সমস্ত ভ্যান্ডালিজম হয়েছে, বিল্ডিং পোড়ানো-হত্যাকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। তাছাড়া মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি শিক্ষার্থীদের মাঝে থেকে তাদের উস্কে দিয়েছে, তাই তাদের ১ দফা প্রত্যাহার করে সুষ্ঠু ও শান্তি রক্ষার আহ্বান করছি।”
সেই সাথে শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হয়েছে উল্লেখ করে গনতান্ত্রিক শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষকবৃন্দ বলেন তাদের বক্তব্যে উল্লেখ করেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ১ দফা পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখা ও ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের’ ক্রীড়নকে পরিণত না হওয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান করছি। এছাড়া আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের অন্তরালে নাশকতাকারীরা মেট্রোরেল, বিটিভি ভবন, সেতু ভবন, বিআরটিএ, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের আদর্শের মুখোমুখি দাঁড় করিয়ে দেশ ও রাষ্ট্রের প্রতি বীতশ্রদ্ধ করে তোলার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার ঘৃণিত চক্রান্তকে আমরা নিন্দা জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি