আজও রণক্ষেত্র হবিগঞ্জ, পুলিশ-আন্দোলনকারি সংঘর্ষে নিহত ৩, থানায় আগুন

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪

আজও রণক্ষেত্র হবিগঞ্জ, পুলিশ-আন্দোলনকারি সংঘর্ষে নিহত ৩, থানায় আগুন

আজও রণক্ষেত্র হবিগঞ্জ, পুলিশ-আন্দোলনকারি সংঘর্ষে নিহত ৩, থানায় আগুন

হবিগঞ্জ প্রতিনিধি

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

সোমবার সকাল ১১টর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এসময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জরিয়ে পরে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। পরে বিক্ষোভরত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
দুপুর ২.১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে আসা ৩ জনের লাশ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। নিহতদের মধ্যে ২ জনের বয়স ১৮ থেকে ২০ বছর, আর অপর জন অর্ধবয়স্ক।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে থানায় আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ