ইংল্যান্ডে ৪ জুলাই থেকে কমছে সামাজিক দূরত্ব: চালু হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, সেলুনসহ বহু প্রতিষ্ঠান

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

ইংল্যান্ডে ৪ জুলাই থেকে কমছে সামাজিক দূরত্ব: চালু হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, সেলুনসহ বহু প্রতিষ্ঠান

সাজ্জাদুর রহমান আনসারী

ইংল্যান্ডে ৪ জুলাই থেকে আরো শিথিল হচ্ছে লকডাউন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ মঙ্গলবার পার্লামেন্টে তার বক্তব্যে বেশ কিছু বিষয়ে শিথিলতার ঘোষণাদেন। এতে সামাজিক দূরত্ব ২ মিটারের পরিবর্তে ১ মিটারে নির্ধারন করা হয়েছে। ৪ জুলাই থেকে হোটেল, রেস্টুরেন্ট, সেুলন, পাব, খেলার মাঠ, মিউজিয়াম, থিমপার্ক, আউটডুর জিম, লাইব্রেরি, স্যোশাল ক্লাব, কমিউনিটি সেন্টার চালুর করার ঘোষণাদেন প্রধানমন্ত্র। তবে নাইট ক্লাব, স্পা, ইনডোর সফট প্লে এরিয়া, ওয়াটার পার্ক, ইনডোর জিম, নেল বার, সুইমিং পুল আপাতত না চালু করার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে, সামাজিক দূরত্ব সাপেক্ষে ৪ জুলাই থেকে এক ঘরের সদস্যরা অন্য ঘরের সদস্যদের সাথে দেখা করতে পারবেন। আর আগে অনুমতি ছিলো নিকট আত্মীয়দের ক্ষেত্রে। এখন প্রতিবেশিরাও অন্যদের ঘরে যাওয়ার অনুমতি পেয়েছেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে, ৪ জুলাই থেকে ২ মিটারের পরিবর্তে এক মিটারের বেশি সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা বানিজ্য করতে উৎসাহদেন। তিনি বলেন, সাধারণ মানুষদের উচিত সংক্রমণ কমাতে সামাজিক দূরত্ব মেনে চলা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ