সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
মৌলভীবাজারের বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি, দুর্ভোগে এলাকাবাসী
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে সাম্প্রাতিক বন্যায় পাঁচটি উপজেলায় পাহাড়ি ঢলের ঘরবাড়ি, ফসল ও পাকা সড়কগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা ও জুড়ি উপজেলার পৌরসভা ও এলজিইডি’র আওতাধীন গ্রামীণ এবং আঞ্চলিক সড়কের ক্ষত চিহ্নগুলো এখন বেড়িয়ে পড়ায় জনদুর্ভোগ অসহনীয় হয়ে ওঠেছে। দ্রুত এই সড়কগুলো মেরামত না করা হলে সড়কের ক্ষতির পরিমান বহুগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা ও জুড়ি শতাধিক রাস্তার প্রায় ৫০০ কিলোমিটার গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে ভেসে উঠছে সড়কের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। সড়কে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।
দেখা যায়, কমলগঞ্জের ইসলামপুর ও আদমপুরে এলাকায় বন্যার পানি নামার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়কে একাধিক স্থানে সড়কগুলো পানিতে ভেঙ্গে পিচ উঠে গর্ত হয়েছে। এছাড়াও ৫ থেকে ১০ ফুট সমপরিমাণ মাটি সরে যায়। সড়ক হলো কমলগঞ্জ-ভায়া কুরমা ও ইসলামপুর ভায়া মাধবপুর পাকা সড়ক। ২টি রাস্তায় প্রায় ৮ কিলোমিটার জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একই অবস্থা অন্যান্য উপজেলার এলজিইডি’র সড়কের।
এদিকে বন্যাক্রান্ত হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘরে ক্ষতি পুষিয়ে উঠতে হিমসিম খাচ্ছেন। তার ওপর চলাচলের রাস্তাও অনুপযোগী হয়ে পড়ায় অসুস্থ, বয়স্ক ও শিশুদের যাতায়াত করতে চরম ভোগান্তি হচ্ছে।
কমলগঞ্জের এলজিইডি এর প্রকৌশলী মো. সাইফুল আজম বলেন, বন্যায় গ্রামীণ সড়ক প্রায় ৯০ কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে। এসব রাস্তা মেরামত করতে প্রায় ৫৫ কোটি টাকা লাগবে বলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহি উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলজিইডি ও পৌরসভার সড়কগুলো ক্ষতির পরিমান নিরুপন করে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়া সাথে সাথে ভাঙ্গনকৃত রাস্তা দ্রুত মেরামতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি