সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
রাতে শুনেছেন জাতীয় পুরস্কার পাচ্ছেন, দিনে গেজেটে দেখেন অন্য নাম
অনলাইন ডেস্ক
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অনম বিশ্বাস পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। ছবিতে মিসির আলি চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। তবে ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।
ছবিটিতে অভিনয় করার জন্য ওই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তবে পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল শবনম ফারিয়ার। পুরস্কার ঘোষণার আগের দিন রাত অবধি নানা মাধ্যমে পুরস্কার পাওয়া বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষমেশ সেটি হয়নি। তার বদলে ‘মেঘকন্যা’ সিনেমার জন্য পুরস্কার পান অভিনেত্রী সুচরিতা। ২০১৯ সালে দেওয়া হয় সেই পুরস্কার।
বিষয়টি নিয়ে এত দিন পরে মুখ খুলেছেন শবনম ফারিয়া। আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম! ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে।’
পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করে লেখেন, ‘আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধুমাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকারিতার জন্য না।’
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি