মুক্তাদিরের উদ্যোগে সিলেটে করোনা রোগীর ঘরে ঘরে পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডার : কয়েছ লোদি

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

মুক্তাদিরের উদ্যোগে সিলেটে করোনা রোগীর ঘরে ঘরে পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডার : কয়েছ লোদি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি বলেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরের পক্ষ থেকে সিলেটে করোনা আক্রান্ত রোগীর ঘরে ঘরে পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডার।
মঙ্গলবার (২৩জুন) নগরীর আম্বরখানা পয়েন্টে খন্দকার মুক্তাদিরর উদ্যোগে মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন। মাস্ক বিতরণকালে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কয়েছ লোদি আর‍্য বলেন , করোনা ভাইরাস বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। সারাদেশের ন্যায় সিলেটেও প্রতিদিন বাড়ছে করোনাক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এই মহামারী থেকে সুরক্ষা পেতে আমাদেরকে যতটা সম্ভব ঘরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে। বাসায় ফিরে সাবান দিয়ে ভালভাবে হাত মুখ ধুতে হবে। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল শ্রেনীপেশার মানুষকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।

এসয় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দল নেতা তুহিন নাগ, যুবদল নেতা তানভীর চৌধুরী, দেওয়ান রেজা মাজেদ -যুবদল নেতা, আব্দুল আজিজ -যুবদল নেতা, আব্দুল্লাহ শফি সাহেদ -সদস্য মহানগর যুবদল আহবায়ক কমিটি, রেজওয়ান আহমদ রাজ -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, মাহফুজ চৌধুরী -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, জি এম বাপ্পি -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, রায়হান আহমদ -সদস্য জেলা যুবদল আহবায়ক কমিটি, সাহেদ সিরাজ – সিলেট মহানগর সেচ্ছাসেবক দল নেতা, ফাহিম আহমদ -সিলেট মহানগর সেচ্ছাসেবক দল নেতা
সাহেদ আহমদ, সিলেট জেলা যুবদল নেতা, লিটন আহমদ, জেলা যুবদল নেতা, জুয়েল আহমদ, জেলা যুবদল নেতা, বাবুল আহমদ -জেলা যুবদল নেতা,জমির হোসেন মিন্টু -যুবদল নেতা, জুবের আহমদ-সহ সভাপতি সিলেট জেলা ছাএদল, রায়হান উদ্দিন রাজু – সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাএদল, মাছুম আহমদ -সিনিয়র সদস্য সিলেট জেলা ছাএদল,হাসনাতুল জুমন -সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাএদল, সুমন মজুমদার -যুবদল নেতা, শাহীন আহমদ -যুবদল নেতা, ইয়াছিন খাঁন লিমন -সিলেট মহানগর ছাএদল, শফিকুল ইসলাম রাজিব -সিলেট মহানগর ছাএদল, সুয়েব আহমদ সিমন -সাবেক সদস্য সিলেট জেলা ছাএদল, তামিম আহমদ -সিলেট মহানগর ছাএদল, আব্দুস সামাদ -সদস্য সচিব ৫নং ওয়ার্ড ছাএদল, ফয়েজুল ইসলাম ফয়েজ -সিলেট মহানগর ছাএদল, সানজু রহমান মহানগর ছাএদল, তাজুল ইসলাম স্বপন -সিলেট মহানগর ছাএদল, আরমান আহমদ মুন্না -সাবেক সদস্য সিলেট মহানগর ছাএদল, মুহাম্মদ মাহবুব -সিলেট মহানগর ছাএদল, নয়ন আহমদ -মহানগর ছাএদল -মহানগর ছাএদল আলম প্রমুখ।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে মাস্ক বিতরণ করছেন সিসসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদি।

Posted by Syl News BD on Tuesday, 23 June 2020

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ