সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪
শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি অস্বীকার করে বৈষম্যেহীন সমাজ হবে না: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
সংবাদ বিজ্ঞপ্তি
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা শুক্রবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন শহীদ আহমদ, বেলাল হোসেন,সিমান্ত দাশ, জাহেদ আহমদ, এরশাদ মিয়া, হারুন আহমদ, তুহিন আহমদ, শাওন ইসলাম, ইসমাইল হোসেন, তৌহিদ হোসেন, ফখরুল ইসলাম,বিলাল মিয়া, আফজাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ১৫বছরের লড়াইয়ে শ্রমজীবী মানুষের ভূমিকা অনস্বীকার্য। শ্রমজীবী মানুষের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি মেনে নেবে। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি অস্বীকার করে বৈষম্যহীন সমাজ নির্মাণ হবে না।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কোন বিশেষ দল বা গোষ্ঠী বিজয়ী হয়নি। ছাত্র -শ্রমিক -জনতার রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়ে দেশবাসী আশা করেছিল যে, ক্ষমতার পরিবর্তন হলেও অতীত দিনের মতো দখলদারিত্ব,চাঁদাবাজ বন্ধ হবে ।এটি হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি এখনও পর্যন্ত হয়নি। দেশের বিভিন্ন স্থানে পাল্টা দখলদারিত্ব, নীরব চাঁদাবাজি, হুমকি ধামকি, নিরাপদ মানুষদের মামলার নামে চলছে হয়রানি।বিভিন্ন স্থানে দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় সৃষ্ট সংকটে ক্ষিপ্রতার সাথে সমস্যা সমাধানের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না।
নেতৃবৃন্দ সারা দেশে হামলা, দখল ও মব জাস্টিসের নামে হত্যার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বক্তারা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও আটককৃত গাড়ি ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি