সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ছাত্র-আন্দোলনে গু লি বি দ্ধ : ৫৫ দিন লড়ে মৃ ত্যু র কোলে কারিমুল
হবিগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হবিগঞ্জের কারিমুল ইসলাম (২০) অবশেষে মৃত্যুর কাছে হার মানল। আহত অবস্থায় টানা ৫৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। কারিমুল ইসলাম জেলার লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। সে ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারিমুলের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতেন। সেখানে সে ব্যবসা করতো। সে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হন কারিমুল।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সোমবার ভোরে সে মারা যায়।
লাখাই থানার (ওসি) মো. বন্দে আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি