সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
বাংলাদেশ অলআউট ১৪৬ রানে, ভারতের লক্ষ্য ৯৫
অনলাইন ডেস্ক
কানপুর টেস্টের ৫ম দিনে বাংলাদেশের লক্ষ্য ছিল যতটা সময় ক্রিজে টিকে থাকা যায়। সেই লক্ষ্যে শুরুটাও ছিল দারুণ। দিনের তৃতীয় ওভারে মুমিনুল হকের ক্যাচের পরেও সেই লক্ষ্যে অনেকটা সময় টিকে ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত এবং সাদমান ইসলামের কল্যাণে বাংলাদেশ লিড পেয়েছিল। দু’জন মিলে গড়েছিলেন ৫৫ রানের জুটি।
ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ফিফটিও পেয়ে যান সাদমান। তবে সাদমানের ফিফটির ঠিক আগেই বাংলাদেশের ইনিংসে আসে ধাক্কা। রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বল পাননি শান্ত। বল আঘাত করে স্ট্যাম্পে। ৯১ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন।
এখান থেকেই বাংলাদেশের ধসের শুরু। বাংলাদেশের স্কোর হয় ৯৪ রানে ৭ উইকেট। মাঝে ৩ রান তুলতেই নেই ৫ উইকেট। টাইগারদের বড় লিড পাওয়ার আশাটাও ভেস্তে যায় সেখানেই। রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ রীতিমত গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামল থামে রানে। লিড পায় ৯৪ রানের। কানপুরের দ্বিতীয় টেস্টে জয় পেতে ভারতের দরকার ৭৯ রান। সামনে আছে পুরো দুই সেশনের খেলা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি