সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
‘বিদায়ী’ টেস্টে সাকিবকে কোহলি-পান্তের উপহার
অনলাইন ডেস্ক
ধরা হচ্ছে কানপুর টেস্টই সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। তবে তিনি যে বিশেষ শর্ত দিয়েছিলেন, বিসিবি কিংবা সরকার কেউই সেই শর্ত পূরণ করার অঙ্গীকার দেয়নি। তাই দেশের মাটিতে সাকিবের দক্ষিণ আফ্রিকা খেলার সম্ভাবনা খুবই কম। তাই কানপুর টেস্টকেই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ধরে তাকে বিদায়ী উপহার দিয়েছেন ভারতের দুই ক্রিকেটার বিরাট কোহলি ও ঋষভ পান্ত।
সাকিবের সাথে করমর্দন করার পর তার হাতে কোহলি ও পান্ত দুজন তুলে দেন নিজেদের একটি করে ব্যাট। এরপর পান্ত ও কোহলিকে দেখা যায় সাকিবের কাঁধে হাত রেখে হাসতে হাসতে কথা বলতে। আর সাবেক ভারত অধিনায়ককের থেকে পাওয়া ব্যাট হাতে নিয়ে হাসিমুখেই উত্তর দিচ্ছিলেন সাকিবও।
কোহলি ও পান্ত দুজনের বিপক্ষেই বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় বেশি খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। সেটা আইপিএলে তার নিয়মিত অংশগ্রহণের কারণেই।
সাকিব ১৭ বছরের ক্যারিয়ারে ৭১ টেস্টের ১৩০ ইনিংসে ৩৭.৭৭ গড়ে করেছেন ৪৬০৯ রান। সেঞ্চুরি ৫টি, হাফ সেঞ্চুরি ৩১টি। সর্বোচ্চ রান ২১৭। ৩১.৭২ গড়ে উইকেট শিকার করেছেন ২৪৬। ৫ উইকেট নেন ১৯ বার, ৪ উইকেট ১১ বার এবং এক ম্যাচে ১০ বার তার বেশি উইকেট নেন ২ বার।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি