সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
হবিগঞ্জে পুকুরের পানি থেকে চার মাসের শিশুর মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রামে পুকুরের পানি থেকে চার মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরগাঁও গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী মিনারা আক্তার তার চার মাসের কন্যা মাহমুদা আক্তার মীমকে বিছানায় রেখে সকাল সাড়ে ৬টার দিকে রান্না করতে যান। রান্না শেষে ফিরে এসে দেখেন, মীম বিছানায় নেই। কিছুক্ষণ পর পেছনের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। তার শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি নবীগঞ্জ থানায় জানানো হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার পর চার মাসের ঘুমন্ত শিশু মীম কীভাবে পুকুরে গেল, তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্য দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা। অনেকে মনে করছেন, এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা দ্রুত তদন্ত করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মৃত শিশুর মা মিনারা আক্তার বলেন, আমি সকাল সাড়ে ৬টার দিকে মীমকে বিছানায় রেখে রান্না করতে গিয়েছিলাম। রান্না শেষে এসে দেখি মীম বিছানায় নেই। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখি।
স্থানীয় ইউপি সদস্য সফি মিয়া বলেন, মীম আক্তার চার মাসের শিশু। বিছানা থেকে পড়ে যাওয়া সম্ভব, কিন্তু সে কীভাবে পুকুরে গেল, তা সন্দেহজনক।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, চার মাসের একটি শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি