সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
লেখক ও শিক্ষক আব্দুর রহিম রচিত
‘জঙ্গল বাড়ি’ উপন্যাসের মোড়ক উন্মোচন
সংবাদ বিজ্ঞপ্তি
লেখালেখির প্রতিভা সবার মাঝে থাকে না। অতি মেধাবী এবং সমাজচিন্তকদের মাঝেই লেখালেখির চর্চা বেশী। সবাই লিখতে পারেনা। আর লিখতে পারলেও মনের ভাব কিংবা সমাজের চিত্র তুলে ধরতে পারেন না। আর একজন লেখকের সেই গুণই তার প্রতিভার বিকাশ ঘটায়। যা তাঁর অন্তরে লুকায়িত থাকে। আর সেই লুকানো প্রতিভার স্বাক্ষর রেখেছেন সিলেটের শিক্ষক ও লেখক আব্দুর রহিম। তাঁর লেখা জঙ্গলবাড়ি গ্রন্থে সমাজের গভীরে লুকিয়ে থাকা কিছু সংস্কৃতি ফোটে উঠেছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি দুর্লভ কাজ করেছেন। গ্রন্থটি পাঠ করে পাঠক সমাজ উপকৃত হবেন। রোমাঞ্চকর একটি উপন্যাস হিসেবে খ্যাতি পাবে ‘জঙ্গলবাড়ি’।
সোমবার রাতে সিলেট নগরের একটি রেস্টুরেন্টে আব্দুর রহিমের লেখা উপন্যাস জঙ্গলবাড়ি’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
মিডিয়াগাইড ও দোঁআশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপত্বি করেন সিনিয়র সাংবাদিক দৈনিক জৈন্তা বার্তা’র নির্বাহী সম্পাদক মো ঃ ফয়ছল আলম। দো’আঁশ এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান তোফায়েল এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সেক্রেটারী, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ সিলেট জেলা সভাপতি সালিকুর রহমান ছালিক, ছড়ামঞ্চ-সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল।
বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক এডভোকেট আব্দুল মালিক, দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ, গল্পকার মিনহাজ ফয়সল, তাসলিমা খানম বিথী, প্রকাশক জসিম উদ্দিন, প্রভাষক শাহীদুল মুরছালীন, কবি আজমল আহমদ, জেনারুল ইসলাম, জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ব্যবসায়ী নজরুল ইসলাম, আব্দুর রহিম,সাংবাদিক সিন্টু রঞ্জন চন্দ,দৈনিক ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সদস্য আব্দুল হান্নান, ছড়াকার ছাদির হোসেন, আব্দুল কাদির জীবন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক জাকারিয়া তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- কবি কানিজ আমেনা। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি