সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
নগরীর ২৩নং ওয়ার্ডে সুরমার ভাঙন
ব্যবস্থা নিতে পানি উন্নয়ন র্বোড সিলেট’র কাছে স্মারকলিপি দিলেন এলাকাবাসী
নিউজ ডেস্ক
সিলেট নগরীর ২৩নং ওয়ার্ডের অর্ন্তভূক্ত নওয়াগাঁও সাদীপুর ২য় খন্ড এলাকায় সুরমা নদীর অব্যাহত ভাঙন রোধ এবং এর প্রতিকার চেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড সিলেট’র নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১ অক্টোবর) নগরীর শাহী ঈদগাহস্থ পানি উন্নয়ন বোর্ড সিলেট’র নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাসের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, তাঁরা নগরীর ২৩নং ওয়ার্ডের অন্তর্গত নওয়াগাঁও সাদীপুর এলাকার বাসিন্দা। সুরমা নদীর তীর ঘেঁষা তাদের এই এলাকাটি দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে পড়ে অস্থিত্ব হারাতে বসেছে। প্রতিদিনই নতুন নতুন ফাঁটল দেখা দেওয়ায় এলাকাবাসী নিজেদের ভিটেমাটি ও জানমাল নিয়ে অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ক্রমাগত নদী ভাঙনের কারণে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, গুরুত্বপূর্ণ স্থাপনা, বৃক্ষরাজিসহ মূল্যবান জমিজমা। এই ভাঙন থেকে রক্ষা পেতে তারা বিভিন্ন দফতরে আবেদন করেছেন। তাছাড়া প্রতিকার চেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে ফরিয়াদ জানিয়েছেন। তাঁদের আহবানে সাড়া দিয়ে এসব দায়িত্বশীলরা নওয়াগাঁও সাদিপুর এলাকায় সরজমিনে পরিদর্শনে গিয়ে নদী ভাঙনের দৃশ্য দেখেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখনও এলাকাবাসী কোন প্রতিকার পাননি। সিসিক কর্তৃপক্ষ অতীতে এলাকায় সুরমা নদীর তীর সংরক্ষণ ও ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প হাতে নিলে তা অজানা কারণে অন্যখানে নিয়ে যাওয়া হয়। যার ফলে ভিটে মাটি হারানোর আশঙ্কায় নওয়াগাঁও সাদীপুর এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে মসজিদ, মাজার, বাড়িঘর, কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সুজন আহমদ, মাছুম আহমদ, শওকত আলী, মোস্তফা কামাল পাশা, জিয়াউল হক, রাসেল আহমদ, মনিরুজ্জামান মিজান, আরিফ আহমদ, আছনাত উদ্দিন জাহিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি