বাকবিশিসের উদ্যোগে সিলেটে শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

বাকবিশিসের উদ্যোগে সিলেটে শিক্ষক দিবস পালিত

বাকবিশিসের উদ্যোগে সিলেটে শিক্ষক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।

সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে জেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক অজয় কুমার রায়, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণ কান্ত দে, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্না, মহানগর শাখার সহ সভাপতি অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস,অধ্যাপক আমিন উদ্দিন, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক শাহীন আক্তার, অধ্যাপক মনির হাসান, অধ্যাপক আলমগীর হোসেন ও অধ্যাপক শাহীন রেজা প্রমুখ।

সভায় বক্তারা ২০২৪ এর জুলাই বিপ্লবে শহীদ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। বক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদ জানানো হয় এবং আর যাতে কোনো শিক্ষক লাঞ্ছিত না হোন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ