সিলেট সদর উপজেলায় এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

সিলেট সদর উপজেলায় এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এডভোকেসি সভা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলায় এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সদর উপজেলায় এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলা হল রুমে উপজেলা স্বাস্থ্য অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (উপজেলা প্রশাসক) নাছরীন আক্তার।

শুরুতে এইচপিভি ভ্যাক্সিনেশন কার্যক্রম বিশষ তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনির।

এসময় তিনি বলেন, ২৪ অক্টোবর থেকে মাস ব্যাপি বিনামূল্যে ঢাকা সিটি ছাড়া দেশ ব্যাপি এইচপিভি ভ্যাক্সিন প্রদান শুরু হবে। এতে প্রথম ১০ দিন স্কুল, মাদ্রাসা (৫ম থেকে ৯ম) শ্রেনির শিক্ষা প্রতিষ্ঠান ও পরের ৮ দিন শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে থাকা মেয়েদের ভ্যাক্সিন প্রদান করা হবে। তবে তাদের বয়স হতে হবে ১০ থেকে ১৪ বছর।

তিনি গুরুত্ব দিয়ে বলন, এইচপিভি ভ্যাক্সিন মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। এই ভ্যাক্সিন কৈশোরকালীন স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। তিনি আরও বলেন এই ভ্যাক্সিন দেওয়ার পর পরই যদি কেহ ভ্যাক্সিন সনদ নিতে চান তা হলে যে কোন সময় অনলানের নির্দিষ্ট সাইটে ঢুকে সনদপত্র গ্রহণ করতে পারবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (উপজেলা প্রশাসক) নাছরীন আক্তার বলেন, এই ভ্যাক্সিনটি মূলত নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। এইচপিভি টিকা নেওয়া শেষ হলে টিকা কার্ডটি যতœ সহকারে সংরক্ষণ করবেন ভবিষ্যতে বিদেশযাত্রা সহ বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি প্রয়োজন হতে পারে।

এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান্দ, কৃষি কর্মকর্তা অপুর্ব লাল সরকার, সাংবাদিক এম রহমান ফারুক, সমাজসেবা অফিসার মো. নূরুল হক, ইউ আই মো. ফরিদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারেক ঘুরি, মাস্টার টেইনার মামুনুর রশীদ, ইউসি এসবিসি প্রকল্পের নাদিয়া আফরিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ