সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না: ফরিদা আখতার
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাওলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন। মাওলানা ভাসানীর মতো নেতা শুধু টাঙ্গাইল নয় সারা বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না যদি মাওলানা ভাসানী না থাকতেন। তিনি মজলুম জননেতা ছিলেন। আমরা যে ভারতের কথা বলছি, ফারাক্কার বিরুদ্ধে আন্দোলনে মাওলানা ভাসানী গিয়েছিলেন।
সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা পূজা উদযাপন কমিটির সদস্যেদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী প্রজন্ম মাওলানা ভাসানীকে চেনার একমাত্র উপায় হল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। আমি শিক্ষা মন্ত্রাণালয়ে বিষয়টি অবগত করবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আমাদের পাশে থাকার কারণে নাম ধরতে হয়। বাংলাদেশ হলো ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের কোস্ট গার্ড নৌবাহিনী খুব সর্তক অবস্থানে রয়েছে। এবার তারা আরো সর্তক অবস্থানে রয়েছে। ইলিশ মাছ চোরাচালানও হয়। স্থলপথেও কিন্তু ইলিম মাছ চোরাচালান হয়। সবক্ষেত্রেই বিজিবিসহ সবাই সর্তক অবস্থানে রয়েছে।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি