বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের যড়যন্ত্র চলছে: ফয়জুল করিম

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের যড়যন্ত্র চলছে: ফয়জুল করিম

বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের যড়যন্ত্র চলছে: ফয়জুল করিম

অনলাইন ডেস্ক

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‌‘বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের যড়যন্ত্র চলছে। একটি চক্র উঠেপড়ে লেগেছে পোশাক শিল্প ধ্বংস করতে। শ্রমিকদের ন্যায্য অধিকার দাবি দাওয়া মেনে নিয়ে সুন্দর একটি শিল্প পরিবেশ গড়ে তুলতে হবে। যেখানে নারী শ্রমিক পুরুষ শ্রমিকের মধ্যে কোন ধরনের বৈষম্য থাকবে না। যেখানে আমার মায়েরা বোনেরা ইজ্জত নিয়ে তাদের কর্মস্থলে কাজ করতে পারবে।’

আজ সোমবার বিকালে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর নিচে ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ইউনুস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন। প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুফতি নাসির উদ্দিন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মালেক প্রমুখ।

 

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ