সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
জৈন্তাপুরে দূর্গাপুজা উপলক্ষে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ক (১৯ বিজিবি)’র সভা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে জৈন্তাপুরে হিন্দু ধর্মালম্বী জনগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে
লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ান (১৯ বিজিবি)’র অধিনায়ক প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি (পিএসসি) বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’ র অধীনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণের নিরাপত্তা, পূজামন্ডপের নিরাপত্তাসহ সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান এবং সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে , বিজিবি মহাপরিচালক (ডিজি)’র নির্দেশ মোতাবেক দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরী।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র উপ-অধিনায়ক নজরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, অধ্যাপক মনোজ কুমার সেন, জৈন্তাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল দেব, প্রবীণ শিক্ষক আব্দুস শুক্রুর, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা শামসুজ্জামান, জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি (পিএসসি) নিজপাট শ্রী শ্রী সর্বজনীন কালীবাড়ি পূজা মন্দির পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি