শিক্ষা উপদেষ্টার বক্তব্য ইস্যুতে বিবৃতি

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

শিক্ষা উপদেষ্টার বক্তব্য ইস্যুতে বিবৃতি

শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

 

শিক্ষা উপদেষ্টার বক্তব্য ইস্যুতে বিবৃতি

অনলাইন ডেস্ক

 

অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য ও প্রো-উপাচার্য নিয়োগে তার বক্তব্যের বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ একনেক সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানানোর জন্য পরিকল্পনা কমিশনে একটি সংবাদ সম্মেলন করেন। শুরুতে তাঁর ব্যস্ততা ও শারীরিক ক্লান্তির কথা বুঝাতে বলেছিলেন- তাঁর কাছে চারশো থেকে পাঁচশো ভিসি, প্রো-ভিসি হওয়ার আবেদন আছে, যা তিনি এখনো যাচাই-বাছাই শেষ করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি মজার ছলে বলেছিলেন, সবাই ক্লাসে পড়ানোর চাইতে এসব পদে যেতেই আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রতি সত্যিকার অর্থে তাঁর এ ধরনের মন্তব্য করার প্রশ্নই ওঠে না।’
‘তাঁর হালকাভাবে বলা কথাকে পুরো শিক্ষক সমাজের প্রতি বিরূপ বক্তব্য হিসেবে কিছু কিছু সংবাদমাধ্যম সংবাদের শিরোনাম হিসেবে ব্যবহার করেছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে’ বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

বিডি-প্রতিদিন