সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪
হবিগঞ্জের সাবেক দুই সংসদ সদস্য মজিদ খান ও মো. আবু জাহির।
হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জের সাবেক দুই সংসদ সদস্যসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), রিচি ইউনিয়ন যুবলীগ সভাপতি পারভেজ তালুকদার, মহসিন মিয়া (৩০), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২), মিজানুর রহমান শামীম (৪৮), সাইদুর রহমান (৩৫), কাজী আব্দুল জলিল (৫৫), এম এ মোতালিব চেয়ারম্যান (৫৫), মো. আব্দুল ওয়াহিদ চেয়ারম্যান (৫৬), হাবিব খান (৬০), মাখন পাল (৫৬), আঞ্জব আলী (৫০), পুতুল মিয়া (৫০), মো. জাহির মিয়া (৫০), রঞ্জিত সূত্রধর (৩৮), রাসেল তালুকদার (৩৩) প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি