গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে : আহমদ আলী

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে : আহমদ আলী

গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে : আহমদ আলী

সংবাদবিজ্ঞপ্তি

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ সোহেল রানা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার রাতে বৈশাখী যুবকল্যাণ পরিষদ, বরইকান্দি দক্ষিণ সুরমা সিলেট এর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা, হাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হৃদয়ের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি,এনটিভি ইউরোপের সিলেট স্টাফ রিপোর্টার, আশরাফুল ইসলাম ইমরান,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদ,শিক্ষক নেতা, এম এ আলী জালালাবাদী, আগামী সিলেট টিভির পরিচালক,ফখরুল ইসলাম শান্ত, সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি, মনজুরুল আলম, স্বাগত বক্তব্য রাখেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি, মোঃ শাহেদ আহমদ শান্ত, বক্তব্য রাখেন, সহ-সভাপতি, সেলিম আহমদ খান, নির্বাহী সদস্য নাহিদুর রহমান দিপু, মইনুল ইসলাম ইরন, সজীব আহমদ জয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুব সংগঠক ইরফানুলহক চুনু। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক হাজী আহমদ আলী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসা দরকার।

সমাজে গুণী ব্যক্তিদের সকল ক্ষেত্রে মূল্যায়ন করতে হবে। তাহলেই গুণী ব্যক্তিরা সামাজিক ও রাজনীতিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন। সমাজে গুণী ব্যক্তিরা জন্মাবে।