সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে নোহা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ গাড়ির তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মোল্লাগ্রামস্থে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানা, বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২৫২৪৭) কে নোহা গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দিলে সাথে সাথে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়ির তিন জন যাত্রী মারা যান।
নোহা গাড়ি তিন জনের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিয়ানীবাজারের চারখাই এলাকার হাজী আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৪) ও একই এলাকার মৃত কুনু মিয়ার ছেলে রাজন (২২)। বাকি একজনের পরিচয় জানা যায় নি।
স্থানীয়রা জানান, সিলিন্ডার বিস্ফোরণের সময় পাশের সুজা মিয়ার কলোনিতে বসবাসরত হাছান (৮) নামে এক শিশু মারা যায়। গাড়ির একটি টুকরো প্রায় ১০০ গজ দূরে উড়ে গিয়ে বাসার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটির উড়ুতে ঢুকে যায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। শিশুটি ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের পিকআপ চালক মঞ্জু মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি