সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধিমালা বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) মো. সোহেল রানা, আনসার-ভিডিপি’র কর্মকর্তা নাছিমা আক্তার প্রমুখ।
মতবিনিময় শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই বেলা ২টার পর থেকে জমজমাট প্রচারে নেমে পড়েন প্রার্থীরা।
কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদ (নৌকা), উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মো. আবুল হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সহ-সভাপতি বর্তমান কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) এবং উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের আহ্বায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া (জগ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি