সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
বিয়ানীবাজার প্রতিনিধি ::
সিলেটে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলোনা বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রামের সুনাম উদ্দিন (২৪) ও রাজন আহমেদের (২২) বুধবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান তারা।
সুনাম ও রাজনের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকে স্বজনদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়, স্থানীয় সুত্রে জানা যায়, সিলেটে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তারা রওয়ানা দেন আসার পথেই মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে যান।
স্থানীয় খালেদ আহমেদ নামের এক যুবক বলেন, সুনাম উদ্দিন অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, গাড়ি চালানোর পাশাপাশি এলাকার তরুন থেকে যুবকদের নামাজের আহবান ও দ্বীনের পথ দেখাতো তার এমন অকাল মৃত্যুতে আমাদের এলাকা অনেকটাই অন্ধকার হয়ে পড়েছে।
আরিয়ান নামের আরেক তরুন বলেন, রাজন ভাই ও সুনাম ভাই আমাদের এলাকার প্রাণ ছিলন। রাজন ভাই মেধাবী ছিলেন সেই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর সাথে যুক্ত ছিলেন।
এদিকে, আজ আছরের নামাজের পর স্থানীয় চারখাই তহীরুনেছা একাডেমি মাঠে হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহণে সুনাম ও রাজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে উভয়ের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, আজ বুধবার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ট্রাকের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা ৩ জন ঘনটাস্থলে মৃত্যু বরন করেন এবং হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়। নিহতরা হলে বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের কচখাট গ্রামের সুনাম উদ্দিন(২৪) ও রাজন আহমেদ (২২) এবং ঘটনা থেকে ২০০ গজ দূরে থাকা শিশু হাসান সাথে সাথে মৃত্যু বরন করে তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত আরেকজনের পরিচয় শনাক্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি