গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের গণসমাবেশ

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের গণসমাবেশ

গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের গণসমাবেশ

অনলাইন ডেস্ক

 

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) গলাচিপা পৌর মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। আরও বক্তব্য রাখেন মাহাদী হাসান মাহিদ, ফজলুর রহমান, অ্যাডভোকেট তাওহিদুর রহমান, মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মু. শাহ আলম বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর রাজপথে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় জামায়াত নেতাদেরকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। ওরা বাংলার জমিন থেকে ইসলামের আন্দোলন চিরদিনের জন্য বন্ধ করতে চেয়েছিল। কিন্তু ওরা পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
সমাবেশে এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ শামিম।

বিডি প্রতিদিন